নীলফামারী প্রতিনিধি,
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার বিকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ২নং পলাশবাড়ি ইউনিয়নের সোনাচালুনী গ্রামের চিরান ঠাকুর এর বাড়ির পশ্চিমে কালীমেলা থানাবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মাসুম (২৭), পিতাঃ মোঃ আক্তারুল, সাং- দন্ডপাল, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।প্রেস বিজ্ঞপ্তি।