ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
হল কমিটি নিয়ে রাবি ছাত্রলীগের ‘তালবাহানা’

হল কমিটি নিয়ে রাবি ছাত্রলীগের ‘তালবাহানা’

 

রাবি প্রতিনিধি ,
চলতি মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই হল কমিটি নিয়ে ছাত্রলীগের ভেতরে-বাইরে চলতে থাকে গুঞ্জন। কিন্তু হল কমিটি নিয়ে ছাত্রলীগের ‘তালবাহানা’ শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ মাসে কমিটি তো হচ্ছেই না; বরং আদৌ কমিটি হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

কিছুদিন আগে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চলতি মাসে (জুলাই) সম্মেলনের মাধ্যমে হল কমিটি দেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্যমতে, ২৫ জুলাই রাবিতে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সেই তারিখ পেরিয়ে গেলেও সম্মেলনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, চলতি মাসে হল কমিটি দেওয়ার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, এই মাসে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি হল কমিটি দেওয়ার জন্য। তবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যস্ত ছিলেন। তারা সময় দিতে না পারায় সম্মেলন বা কমিটি কোনোটিই সম্ভব হয়ে ওঠেনি।

কবে নাগাদ কমিটি হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসে হল কমিটি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি সেপ্টেম্বরে কমিটি দিতে পারব।

এদিকে, রাবি ছাত্রলীগের হল কমিটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের এক নেতা বলেন, হল কমিটি দেওয়ার কথা বলে আসলে নেতাকর্মীদের সান্ত¡না দিয়ে রাখা হচ্ছে। কমিটি দেওয়া হবে বলে আমাদের মনে হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ^বিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮ টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়। বাদ রাখা হয় শের-ই-বাংলা ফজলুল হক হল শাখার কমিটি।

এর আগে, একই বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ, শাহ মখদুম ও সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৭ দিন পর নবাব আব্দুল লতিফ হলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের প্রায় চার মাস পর বাকি দুটি হলের কমিটি ঘোষণা করা হয়।

তবে, শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কপিল দেব সরকারকে ছাত্রলীগের সভাপতি করে কমিটি ঘোষণার একদিনের মাথায় তুমুল বিতর্কের কারণে তা স্থগিত করা হয়। ফলে শের-ই-বাংলা ও জিয়া হলে কমিটি শূন্য থাকে। এখন পর্যন্ত ওই দুইটি হলে ছাত্রলীগের কমিটি নেই।#





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST