জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্কুল ছাত্রীর নাম মাইসা আক্তার মীম। সে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । তার বাবার নাম মাসুদ রানা। স্থানীয়দের সাথে সন্ধ্যায় কথা হলে তারা জানায়, মাইসা আক্তার মীম দুদিন আগে উপজেলার ধর্মপাল ইউনিয়ন উত্তর বেরুবন্দ তার খালার বিয়ে খেতে মামার বাড়ীতে বেড়াতে আসে। রোববার বিকালে সহপাঠীদের নিয়ে ঘুরতে বেরিয়ে পার্শ্ববর্তী ধাইজান নদীতে গোসল করতে নামে মীম। এসময় সবাই নদী থেকে উঠলেও মাইসা আক্তার মীম আর উঠেনি। পরে জলঢাকার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় শেষ বিকেলে ধাইজান নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় মীমের মরদেহ উদ্ধার করি। ধর্মপালন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বলেন ঘটনাটি মর্মান্তিক ।