ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
“পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি সম্মত খাবার” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯-জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে আগামী তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে শুভ-উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।পরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথা রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ্য মোকলেছুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল সহকারী কৃষি অফিসার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফলদ ও বৃক্ষ নার্সারী প্রতিনিধি গণ, সে-সরকারী এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন। আলোচনা সভায় ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা, অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান, দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ, দেশী ফলের করবো চাষ, সুখে থাববো বার মাস’ এ ধরনের বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফলদ মেলার বৈশিষ্ট তুলে ধরেন বক্তারা। সেই সাথে সবাইকে ৩ টি করে বিভিন জাতের ফলের গাছ লাগানো কথা বলেন। আলোচনা শেষে শতাধীক উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ####