রাবি প্রতিনিধি ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বিভাগের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে সকল বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে বিভাগটির ¯œাতক শ্রেণির চারটি বর্ষের পরীক্ষা শুরু হয়। চতুর্থ বর্ষ ছাড়া সবগুলো বর্ষের পরীক্ষাই শেষ হয় ডিসেম্বরে। চতুর্থ বর্ষের (বর্তমানে মাস্টার্স) পরীক্ষা শেষ হয় ২৪ জানুয়ারি। গত ১৭ জুলাই প্রথম বর্ষের (বর্তমান দ্বিতীয় বর্ষ) ফল প্রকাশ হলেও এখন পর্যন্ত অন্যান্য বর্ষের ফলাফল প্রকাশ হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের জন্য বলা আছে।
আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ঘটনাস্থলে যান। বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনাকাঙ্খিত ঘটনার জন্য ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তোমরা আন্দোলন স্থগিত করো। সাত দিনের মধ্যে তোমাদের ফলাফল দেয়া হবে।’ তবে প্রক্টরের আশ্বাসকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকে।
জানতে চাইলে বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘ফলাফল প্রাপ্তি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের অধিকার। সান্ধ্য কোর্সে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হলেও আমাদের সাত মাসেও ফল প্রকাশিত হয় নি। তাই আমরা দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি।’
পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভাগের সভাপতি স্যার আমাদের আশ্বাস দেয়ার প্রেক্ষিত আজ আন্দোলন স্থগিত করেছি। কিন্তু আগামীকাল বিকেল চারটার মধ্যে যেসব শিক্ষক এখনো খাতার নাম্বার বিভাগে জমা দেননি, তারা যদি জমা না দেন তাহলে আমরা আবার অবস্থান কর্মসূচি পালন করবো এবং রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’ ফলাফল না পাওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাকও দেন তারা।
চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, অনেক শিক্ষক অকারণেই তার কোর্সের পরীক্ষার ফলাফল দিতে দেরি করছেন। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে আমাদের। সময়মতো ফলাফল না হওয়াতে আমরা শিক্ষার্থীরা অনেক সুযোগ হারিয়ে ফেলছি। এতে করে আমরা পিছিয়ে পড়ছি।
শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করলে জরুরি সভা ডাকেন বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। সভা শেষে তিনি বিভাগের শিক্ষকদের নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।
সাক্ষাত শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি বলেন, ‘যেসব শিক্ষক এখনো খাতার নাম্বার জমা দেননি, তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নম্বরপত্র জমা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া অনুরোধ করেন। সকল শিক্ষক নম্বরপত্র জমা দিলে অতি দ্রুত ফলাফল ঘোষণা করা হবে।’