ঘোষনা:
শিরোনাম :
দিনাজপুরে হাবিপ্রবি অডিটোরিয়ামে ২টি সেমিনার অনুষ্ঠিত ।

দিনাজপুরে হাবিপ্রবি অডিটোরিয়ামে ২টি সেমিনার অনুষ্ঠিত ।

মোঃ ইউসুফ আলী ,দিনাজপুর ,

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২নং অডিটোরিয়ামে বাংলাদেশে অনুপ্রাণ বিজ্ঞানের সুযোগ ও সম্ভাবনা এবং মুজিবনগর সরকারের ৬নং সেক্টরে সিভিল প্রশাসন বিষয়ে ২টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ আগষ্ট) সকাল ১০টায় আয়োজিত এই সেমিনারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরে মুজিবনগর সরকারের সিভিল প্রশাসনের উপর বক্তব্য উপস্থাপন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর মোঃ হামিদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধ যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তি বাহিনী সংগঠন, সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়, ভারত সরকারের সঙ্গে ও সেনা বাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় মুজিবনগর সরকারে রাজনৈতিক ও সামরিক প্রশাসন কিভাবে কাজ করে তার আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে হাবিপ্রবি’র উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মু. আবুল কাশেম মুক্তিযুদ্ধে মূল চেতনা ধারণ করে দেশ গঠনের সকলকে আহবান জানান। সেমিনারের এই পর্বে দ্যা প্রসপ্রেক্ট এন্ড চ্যালেঞ্জ অব বায়োমলিকুলার সায়েন্স ইন বাংলাদেশ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ইংল্যান্ডের ব্রাডফোড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তালাত নাসিম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এসিউরেন্স সেনের পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্িরবর ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ ফজলুল হক প্রমুখ। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকসহ স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST