ঢাকা প্রতিবেদক ,
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার বয়স হিসেবে চাকরি জীবনের শেষ দিন মঙ্গলবার। তবে আপাতত তাকে স্বপদ থেকে বিদায় দেয়া হচ্ছে না। ডিএমপি কমিশনারের অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ১ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়।