জিপি ডেস্ক ঃ
নিজের পরিচয় গোপন করে ভারতীয় পাসপোর্ট, পরিচয় পত্র ও প্যান কার্ড নিয়ে বিদেশ ভ্রমণ করার অপরাধে বাংলাদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।
বুধবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার ওই ব্যক্তির নাম মোহাম্মদ শহিদুল সর্দার।
সূত্র জানায়, মালয়েশিয়া থেকে কলকাতাগামী বিমান এয়ার এশিয়ার এ এ কে সিক্স থ্রিতে করে কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শহিদুলকে প্রথমে আটক করে অভিবাসন দপ্তর জিজ্ঞাসাবাদ শুরু করে।
এসময় তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় পাসপোর্ট দেখে সন্দেহ হলে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০০ সালে বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে আসেন শহিদুল।
শহিদুল জানিয়েছেন, প্রথমে হুগলিতে থাকতেন তিনি। তারপরই অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয় পত্র ও প্যান কার্ড তৈরি করে বিদেশে পাড়ি দেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার শহিদুলকে ব্যারাকপুর আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে অনুপ্রবেশ, প্রতারণা, অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করাসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। একই সঙ্গে কে বা কারা এই পাসপোর্ট ও পরিচয় পত্র তৈরির সঙ্গে যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।