সাতক্ষীরা জেলা প্রতিনিধি ,
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তানভীর ইসলাম শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলা সদরের খাজরা এলাকায় সরফুদ্দীন শেখের ছেলে ।আজ সোমবার রাত ১১টার দিকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তালা জনসেবা ক্লিনিকের পরিচালক মধুসূদন জানান, গত বুধবার ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তানভির শেখের প্যানক্রাইসিস রোগের জন্য অস্ত্রপচার করা হয়। এর পরদিন বৃহস্পতিবার তার শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। এরপর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তানভীর। স্বজনরা রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন।