কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সোমবার রাতে নিতাই পানিয়াল পুকুর গ্রামের মিছিল আলী ওরফে ভুল্লা মামুদের ছেলে জমসের আলী (৪৮) বাজার থেকে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্র জানায়, জমসের আলী কিশোরগঞ্জ বাজার থেকে ভ্যানে করে বাড়ী ফেরার পথে মুক্তা হিমাগারের কাছে পৌছলে পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস স্বজোড়ে ধাক্কা দেয়। এসময় জমসের আলী পাকা রাস্তায় পড়ে গুরুতব আহত হয়। প্রথমে তাকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যান।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করে বলেন মাইক্রোবাস ও চালক কে আটক করা হয়েছিল। কিন্তু মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে।