স্টাফ রিপোর্টার,
নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঠাঁলী কালিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়েছে প্রধান শিক্ষক মাহিন্দ্র নাথ রায়। যেখানে সরকারি নিয়ম অনুসারে বিদ্যালয়ে পাঠদান চলার কথা সকল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট সেখানে প্রধান শিক্ষক বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত অনিয়ম করছে। আর উর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে।৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়,পশ্চিম কাঠাঁলী কালিরডাঙ্গা সরকারি বিদ্যালয়ের কক্ষগুলো তালাবদ্ধ। বারান্দায় এক বৃদ্ধ বসে আসে। আশে পাশের কয়েকজন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়,মাহিন্দ্র মাস্টার প্রায় আড়াইটা থেকে তিনটার মধ্যে স্কুল ছুটি দিয়ে থাকে।এরপর ৪টায় কোচিং করায় স্থানীয় কয়েকজন বেকার যুবক।স্কুলের শিক্ষকরা ক্লাসও ফাঁকি দেয়।
অপরদিকে,পূর্ব কাঠাঁলী খানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিকেল ৩.৪৫ টায় ছুটি হয়েছে। এসময় প্রধান শিক্ষক বিকাশ কুমার অধিকারী বলেন,আমরা দুইজন শিক্ষক অনেক কষ্টে স্কুল চালাছি। দুটি শুন্য পদ পুরণ হলে খুব ভালো ভাবে স্কুল চলবে। সরেজমিনে পশ্চিম কাঠাঁলী কালিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুল ৩টায় ছুটি হয়েছে। এভাবে প্রতিদিন স্কুল ছুটি হয়। পথিমধ্যে প্রধান শিক্ষক মাহিন্দ্র এর সাথে দেখা হলে তিনি বলেন,স্কুল ছুটি দিয়েছি। আগামীকাল স্কুল আসেন কথা হবে। এ বিষয়ে মুঠোফোনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী এর সাথে কথা হলে তিনি বলেন,বিষয়টা দেখতেছি।