আর্ন্তজাতিক ডেস্ক ,
দিল্লির সুব্রত কাপে টানা তৃতীয়বার শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েদের। অনূর্ধ্ব-১৭ নারী বিভাগের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা এবারও ফাইনালে জায়গা করে নিয়েছে। আজ (বুধবার) দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে সেমিফাইনালে বিকেএসপি ৫-০ গোলে হারিয়েছে কেরালার একটি দলকে।
৩২ দল ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে টুর্নামেন্টে। ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তিনটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশের প্রতিনিধিরা। কোয়ার্টার ফাইনালে আকলিমার হ্যাটট্রিকে বিকেএসপি ৭-০ গোলে পরাজিত করে আফগানিস্তানকে।
সেমিফাইনালে বিকেএসপির হয়ে জোড়া গোল করেছেন স্বপ্না রানী। একটি করে গোল করেছেন আকলিমা আক্তার, উন্নতি খাতুন ও সুরমা জান্নাত। সেমিফাইনালের গোলটি টুর্নামেন্টে আকলিমার অষ্টম গোল।
সেমিফাইনালের বাধা পার হয়ে বিকেএসপির মেয়েদের সামনে এখন ট্রফি ধরে রাখার মিশন। সে মিশনে শুক্রবার বিকেএসপি খেলবে মনিপুরের একটি দলের বিরুদ্ধে।
এদিকে টুর্নামেন্টে অংশ নিতে বিকেএসপির ছেলেদের অনূর্ধ্ব-১৭ দল আজ (বুধবার) দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ছেলেদের প্রথম ম্যাচ ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।