ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
মুরগি খামারীর।নিজের পাতা ফাদে নিজের ছেলের প্রাণ গেল । বৃহস্পতিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে মুরগির খামারের চারপাশে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতেন মালিক রিপন মিয়া। সেই তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল তার আট বছরের শিশুপুত্র রিফাতের।
স্থানীয়রা জানায়, উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের রিপন মিয়া বাড়ির পাশেই মুরগির খামার রয়েছে। সম্প্রতি রাতের বেলা শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী খামারের বেশ কিছু মুরগি খেয়ে ফেলায় গত এক মাস ধরে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে সেই তারে রাতের বেলা বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হতো। এতে বেশ কয়েকটি শিয়াল ও বনবিড়াল মারা যায়।