ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা বোর্ডে টিসি নিতে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। মর্মে সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজগুলোকে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ।

ঢাকা বোর্ডে টিসি নিতে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। মর্মে সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজগুলোকে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ।

ঢাকা প্রতিবেদক ,

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। মর্মে সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্কুল বা কলেজে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নিতে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার (০৮ সেপ্টেম্বর) সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, শিক্ষার্থী যে মাসে টিসি নেবে তাকে শুধুমাত্র সেই চলমান মাস পর্যন্ত কলেজের বেতনাদি/হোস্টেল ফি (আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে) পরিশোধ করতে হবে। কোনোভাবেই শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তী মাসগুলোর বেতন/হোস্টেল ফি/সেশন ফি নেওয়া যাবে না।
এছাড়া টিসি কিংবা অন্য কোনো ফি বাবদ শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। একইভাবে টিসির মাধ্যমে ভর্তিকৃত কলেজও কোনোভাবেই শিক্ষার্থীর কাছ থেকে ভর্তিকৃত মাসের আগের মাসগুলোর বেতন/হোস্টেল ফি (আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে)/সেশন ফি অথবা অতিরিক্ত ফি নিতে পারবে না। কোনোক্রমেই শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত কার আদায়ের উদ্দেশ্যে টিসি আটকে রাখা যাবে না।
‘পরে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি বাতিল করা হতে পারে।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST