ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা
শেষ বয়সের শেষ অবলম্বন বয়স্ক ভাতা।

শেষ বয়সের শেষ অবলম্বন বয়স্ক ভাতা।

নীলফামারী প্রতিনিধি ,
টাকা পেয়া মুই নিজে পাঞ্জাবি,গেন্জি,দুইটা তবন এর পর নাতি-নাতনির জামা-কাপড় কিনিছু। আল্লাহ শেখ হাসিনাক যুগ যুগ বাঁচি থাউক। এই কথা গুলো একজন বয়স্ক ভাতাভোগী আব্দুল হামিদের। তিনি মাগুড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের তাল পাড়া গ্রামের বাসিন্ধা । ১৮-১৯ ইং অর্থ বছরের নতুন ভাতা পেয়ে আনন্দ। তাই আনন্দে আত্তহারা এই ববয়স্ক আব্দুল হামিদ। ছেলে-মেয়ের সংশারে ভাতা পাওয়ার পর কদর বেড়েছে। বছরে ছয়হাজার টাকা যেন শেষ বয়সের শেষ অবলম্বন। তাই ঘুরিয়ে ফিরিয়ে এই টাকার কথা বলছেন। আর চেয়ারম্যান মেম্বরসহ সকলকে দোয়া দিচ্ছেন আল্লাহ যেন সকলের মঙ্গল করেন। মাগুরা ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে এক শত তেত্রিশ জন এই বয়স্ক ভাতার সুযোগ পেয়েছে। ইউনিয়ন পরিষদের সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই ভাতাভোগীদের নামের তালিকা রেজুলেশন করে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে প্রেরন করার পর,ভাতাভোগীরা তাদের প্রাপ্য ভাতার টাকা পেয়ে থাকেন । এ সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একশত ভাগ সচ্ছ্যতার ভিত্তিতে তালিকা করে থাকেন। তাই কোন প্রকার দালাল বা অন্য কাহারো কোন প্রকার সুযোগ-সুবিধা নেয়ার সুযোগ থাকেনা ভাতা ভোগী আব্দুল হামিদ সে কথাই জানালেন। এছাড়াও তিন নং ওয়ার্ডের লোকমান আরী ও চিত্র মনি বালাসহ আরও অনেক ভাতা ভোগী বলেন,টাকা হামার নাই । হামরা কাকো টাকা দেই নাই। টাকা দিবার লাগেনা । এমনি হয়া যায়। বাড়ীত আসিয়া চেয়ারম্যান মেম্বর দেখিয়া নাম নেয়। এবার মাইকিং শুনি ইউনিয়ন পরিষদ গেছি ওখানে নাম নিছে। কিশোরগঞ্জ উপজেলা সামাজসেবা অফিসার (ভোরপ্রাপ্ত) মোঃ সাদেকুর রহমান মন্ডল বলেন,ভাতার তালিকা প্রননয়ন করেন ইউনিয়ন পরিষদ তারা অবশ্যই সততার সহিদ করেন। তালিকায় কোন প্রকার সমস্যা হলে,পুনরায় চেয়ারম্যান ও সদস্যরা তালিকা সংশোধন করে আমাদের কাছে পাঠাবে। তবে কোন প্রকার অনিয়ম হলে বিধি মোতাবে ব্যাবস্থা নেয়া যাবে। মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ মাহমুদুল হোসেন সিহাব বলেন,মাইকিং করে অপেন বাছাই করেছে। এখানে ইউএনও স্যার,সমাজসেবা অফিসারসহ এলাকার সর্বস্তরের জনগণের সামনে বাছাই করে তালিকা প্রনয়ন করা হয়। কোন প্রকার অনিয়ম হওয়ার সুযোগ নেই।কিশোরগঞ্জ উপজেলায় নয়টি ইউনিয়নে ৯৮১টি বয়স্ক ভাতাভোগী সামাজিক নিরাপত্তাবেষ্টনির এই সুবিধা পেয়েছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST