নীলফামারী প্রতিনিধি ,
টাকা পেয়া মুই নিজে পাঞ্জাবি,গেন্জি,দুইটা তবন এর পর নাতি-নাতনির জামা-কাপড় কিনিছু। আল্লাহ শেখ হাসিনাক যুগ যুগ বাঁচি থাউক। এই কথা গুলো একজন বয়স্ক ভাতাভোগী আব্দুল হামিদের। তিনি মাগুড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের তাল পাড়া গ্রামের বাসিন্ধা । ১৮-১৯ ইং অর্থ বছরের নতুন ভাতা পেয়ে আনন্দ। তাই আনন্দে আত্তহারা এই ববয়স্ক আব্দুল হামিদ। ছেলে-মেয়ের সংশারে ভাতা পাওয়ার পর কদর বেড়েছে। বছরে ছয়হাজার টাকা যেন শেষ বয়সের শেষ অবলম্বন। তাই ঘুরিয়ে ফিরিয়ে এই টাকার কথা বলছেন। আর চেয়ারম্যান মেম্বরসহ সকলকে দোয়া দিচ্ছেন আল্লাহ যেন সকলের মঙ্গল করেন। মাগুরা ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে এক শত তেত্রিশ জন এই বয়স্ক ভাতার সুযোগ পেয়েছে। ইউনিয়ন পরিষদের সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই ভাতাভোগীদের নামের তালিকা রেজুলেশন করে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে প্রেরন করার পর,ভাতাভোগীরা তাদের প্রাপ্য ভাতার টাকা পেয়ে থাকেন । এ সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একশত ভাগ সচ্ছ্যতার ভিত্তিতে তালিকা করে থাকেন। তাই কোন প্রকার দালাল বা অন্য কাহারো কোন প্রকার সুযোগ-সুবিধা নেয়ার সুযোগ থাকেনা ভাতা ভোগী আব্দুল হামিদ সে কথাই জানালেন। এছাড়াও তিন নং ওয়ার্ডের লোকমান আরী ও চিত্র মনি বালাসহ আরও অনেক ভাতা ভোগী বলেন,টাকা হামার নাই । হামরা কাকো টাকা দেই নাই। টাকা দিবার লাগেনা । এমনি হয়া যায়। বাড়ীত আসিয়া চেয়ারম্যান মেম্বর দেখিয়া নাম নেয়। এবার মাইকিং শুনি ইউনিয়ন পরিষদ গেছি ওখানে নাম নিছে। কিশোরগঞ্জ উপজেলা সামাজসেবা অফিসার (ভোরপ্রাপ্ত) মোঃ সাদেকুর রহমান মন্ডল বলেন,ভাতার তালিকা প্রননয়ন করেন ইউনিয়ন পরিষদ তারা অবশ্যই সততার সহিদ করেন। তালিকায় কোন প্রকার সমস্যা হলে,পুনরায় চেয়ারম্যান ও সদস্যরা তালিকা সংশোধন করে আমাদের কাছে পাঠাবে। তবে কোন প্রকার অনিয়ম হলে বিধি মোতাবে ব্যাবস্থা নেয়া যাবে। মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ মাহমুদুল হোসেন সিহাব বলেন,মাইকিং করে অপেন বাছাই করেছে। এখানে ইউএনও স্যার,সমাজসেবা অফিসারসহ এলাকার সর্বস্তরের জনগণের সামনে বাছাই করে তালিকা প্রনয়ন করা হয়। কোন প্রকার অনিয়ম হওয়ার সুযোগ নেই।কিশোরগঞ্জ উপজেলায় নয়টি ইউনিয়নে ৯৮১টি বয়স্ক ভাতাভোগী সামাজিক নিরাপত্তাবেষ্টনির এই সুবিধা পেয়েছেন।