কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় কিশোরগঞ্জ বনাম পুটিমারী ইউনিয়ন দল অংশগ্রহণ করে। মুল খেলায় উভয় দল গোল শুন্য ড্র হয়। ট্রাইব্রেকারে ৩-৪ গোলে কিশোরগঞ্জ ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) বেলায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাবুল। এসময় উপস্থিত ছিলেন ম্যাচ কমিশনার ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা কিশোরগঞ্জ ইউপি দলের মোঃ শাহিন ও শ্রেষ্ঠ খেলোয়ার মোঃ শাকিল হয়েছে।