নীলফামারী প্রতিনিধি ,
জেলার ডোমারে বন্ধন জেনেটিকস লিঃ এর বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে বন্ধন জেনেটিকস লিঃ এর আয়োজনে বার্ষিক ডিলার সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন। ডিলার সম্মেলনে রংপুর বিভাগের প্রায় শতাধিক ডিলার অংশ নেন।কোম্পানির সেলস ম্যানেজার অদ্বৈত রায়ের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ডিলার আলিম,বদিউজ্জ্মান,সুজন করিম,মুকুল বক্তব্য রাখেন। ১৮-১৯ অর্থ বছরে বীরগঞ্জ ভুল্লির হাটের ডিলার মোজাহারুল হক বাবু প্রায় এক কোটি টাকার বীজ বিক্রয় করায় কোম্পানির পক্ষ থেকে তাকে একটি ১৫০ সিসি পালসার গাড়ী পুরস্কৃত করা হয়।এ ছাড়া আরো ২০ জন ডিলারকে দারজিলিং-সিকিম ৬ দিন সফরের টিকিট দেওয়া হয়।বস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন মিশন ২৫-২৬ অর্থবছরে ১০০ কোটি টাকার বীজ বিক্রয়ের লক্ষমাত্রা ঘোষনা করেন। এর আগে সকাল থেকে ডিলারদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বন্ধন জেনেটিকস কোম্পানি লিঃ। ডিলাররা কিভাবে আরো বেশি করে বীজ বাজারজাত করতে পারে সে সমন্ধে বক্তব্য রাখেন বন্ধন জেনেটিকস লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন বন্ধন জেনেটিকস লিঃ এর বীজ বিদেশেও রপ্তানী করা হচ্ছে।