ঘোষনা:
শিরোনাম :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু ।

যশোর প্রতিনিধি,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে যশোর শহরের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বাড়ি নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
যশোরের চৌগাছা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীমা খাতুন (২৮) নামের এক নারী মারা গেছেন। মৃত সীমা খাতুন চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
বিল্লাল হোসেন বলেন, তাঁর স্ত্রীকে গত ২১ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় ২৩ সেপ্টেম্বর তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোনো বেড না পেয়ে তাঁকে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। পরের দিন রাত ১০টার দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা খারাপ বলে জানান। তারা তাঁকে অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে তিনটার দিকে সীমার মৃত্যু হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST