ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
গ্রাহকের ঘুষের দুই লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ ।

গ্রাহকের ঘুষের দুই লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ ।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ঘুষের দুই লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ । গ্রাহকের কাছ থেকে উত্তোলন করে এক কর্মচারী । আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে গ্রাহকসেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠকে ৮৭ জন গ্রাহকের মাঝে ঘুষের টাকা ফেরত দেয়া হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে নেয়া ঘুষের দুই লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন। এ ঘটনায় পল্লী বিদ্যুতের অভিযুক্ত কর্মচারী আবুল বাশারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, চার বছর আগে উপজেলার রঘুনাথপুর গ্রামের চারটি পাড়া থেকে পল্লী বিদ্যুৎ ফুলবাড়িয়া জোনাল অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী আবুল বাশার মোল্লা নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ৮৭ জন গ্রাহকের কাছ থেকে ঘুষ হিসেবে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন।
দীর্ঘ দিনেও ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ক্ষোভ বিরাজ করছিল ভুক্তভোগীদের মাঝে। বিদ্যুতের খুঁটি স্থাপনে অনিয়মের ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি ময়মনসিংহ-১ এর ডিজিএম (কারিগরি) মোস্তাফিজুর রহমান তদন্তে এলে এলাকাবাসী তার কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে প্রমাণিত হয় অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী আবুল বাশার মোল্লার ঘুষ-বাণিজ্যের ঘটনাটি। ঘুষ নেয়ার অভিযোগে আবুল বাশারকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত আবুল বাশার কোনো উপায়ান্তর না দেখে ঘুষ হিসেবে নেয়া টাকা জিএমের কাছে হস্তান্তর করেন।
বুধবার বিকেলে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘুষের টাকা গ্রাহকদের মাঝে ফিরিয়ে দেন জিএম মকবুল হোসেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ডিজিএম (কারিগরি) মোস্তাফিজুর রহমান, ডিজিএম অনিতা বর্ধন প্রমুখ।
রঘুনাথপুর পশ্চিমপাড়ার মোস্তফা বলেন, বিদ্যুতের জন্য ঘুষ দেয়ার চার বছর পর ঘুষের পাঁচ হাজার টাকা ফেরত পেয়েছি। কল্পনাও করতে পারিনি গ্রামের মানুষ ঘুষের টাকা ফেরত পাবে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত আবুল বাশারকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়াও মকবুলের কাছ থেকে ঘুষের টাকা ফেরত নিয়ে গ্রাহকদের দিয়ে দেয়া হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST