প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন কলেজের অধ্যক্ষ।
নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারী সরকারী কলেজের সম্মান ১ম বর্ষের (২০১৮-১৯) ছাত্র-ছাত্রীদের সাদরে বরণ উপলক্ষে নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের হয়েছে ।
আজ বুধবার সকালে নীলফামারী সরকারী কলেজের আয়োজন কলেজ মাঠে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবী প্রসাদ রায়র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি,বিশেষ অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন,জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।এসময় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন কলেজের অধ্যক্ষ।