কক্সবাজার প্রতিবেদক ,
সমুদ্র সৈকতের কবিতা চত্বর-সংলগ্ন থেকে হাত-পা বাঁধা অবস্থায় টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর-সংলগ্ন ঝাউবনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মোহাম্মদ তারেক (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়ার আমিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইক টমটমের চালক ছিলেন।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ সকালে সৈকতের ঝাউবনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তারেকের লাশ উদ্ধার করে। এ সময় লাশের চোখ ও মুখে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতে তারেককে ঝাউবনে ধরে এনে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।