কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
গ্রাম পোষ্ট অনলাইন পত্রিকায় খবর প্রকাশের পর কিশোরগঞ্জের বিধবা বুলবুলি বেওয়ার পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ সোমবার সকালে তিনি তার হাতে বিধবা ভাতা বই তুলেদেন।
গত ৮ আগষ্ঠ “কিশোরগঞ্জে ৬০ বছরেও বুলবুলি বেওয়া কোন ভাতার কার্ড পায়নি। আর কত বয়স হলে ভাতা কপালে জুটবে” শিরোনামে গ্রাম পোষ্ট অনলাইন একটি খবর প্রকাশ হয়। খবরটি দৃষ্ঠি গোচর হলে চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামে বুলবুলি বেওয়ার বাড়ীতে যায় উপজেলা সমাজসেবা কতৃপক্ষ। সরেজমিন পরির্দশনের পর সোমবার সকালে উপজেলা নির্বাহী কমকর্তা আবুল কালাম আজাদ বুলবুলি বেওয়ার হতে একটি বিধবা ভাতা বই তুলে দেন। বই হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন বুলবুলি বেওয়া। তিনি বলেন মেম্বার-চেয়ারম্যানের পিছনে বছর পর বছর ঘুরেও বিধবা ভাতা বই পাইনি। আল্লাহ স্যারোগ যুগ যুগ বাচি থুউক।