ঘোষনা:
শিরোনাম :
মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতাকর্মীর হামলা ।

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতাকর্মীর হামলা ।

 

ঢাকা প্রতিনিধি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে মুক্তিযুদ্ধের মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।আজ রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের আহত চারজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুক আইডি হ্যাক ও ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে টিএসসিতে সংবাদ সম্মেলন করার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মধুর ক্যান্টিনে যান। যেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফেসবুক অ্যাকাউন্টের বায়োতে ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার!’ এই স্লোগান লেখা আছে দাবি করে তার শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ সংবাদ সম্মেলন করে অবস্থান করছিল। পরে মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে তাদের মধুর ক্যান্টিনের ভেতরে এবং বাইরে মারধর করা হয় ছাত্রলীগের নেতারা ছাত্রদল সাধারণ সম্পাদককে ‘কুকুরের মতো’ পেটানোর হুমকি দিয়েছিলেন। যদিও সংবাদ সম্মেলনে শ্যামল বলেছেন, আমার কোনো ফেসবুক আইডি নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬টি আইডি চালু রয়েছে। এর জন্য তিনি তেজগাঁও থানায় জিডি করেছেন উল্লেখ করে তার নামের অ্যাকাউন্টের কোনো লেখার দায়ভার তিনি নেবেন না বলে জানান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST