নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীতে পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে পৌর বিএনপির আয়োজনে পৌর মিলনায়তনে পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মাহবুব-উর-রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর সরকার, প্রধান বক্তা জেলা বিএনপি সদস্য সচিব মোঃ জহুরুল আলম, নীলফামারী পৌর শাখার সদস্য সচিব এ্যাড.মোঃ আল মাসুদ চৌধুরীসহ আরও অনেকে । মোঃ মাহবুব-উর-রহমানকে সভাপতি ও এ্যাডঃ মোঃ আল মাসুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী এক সাপ্তাহের মধ্যে পূনাঙ্গ কমিটি করে জেলা আহ্বায়কের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়।তারপর বিকেলে নীলফামারী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ রাহেদুল ইসলাম দোলনের সভাপত্বিতে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলমগীর সরকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহুরুল আলম বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম কালু,নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ অখতারুজ্জামান সুমন,উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ রাহেদুল ইসলাম দোলনকে নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতি ও কাজী অখতারুজ্জামান জুয়েল কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবগঠিত সাধারণ সম্পাদক কাজী অখতারুজ্জামান জুয়েল। বক্তারা সকলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,তারেক জিয়া এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনসহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা তুলে নিয়ে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য জোড় দাবি করেন।