ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
জাতীয় ঐক্যফ্রন্ট অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশ স্থগিত ।

জাতীয় ঐক্যফ্রন্ট অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশ স্থগিত ।

ঢাকা প্রতিবেদক ,
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল মঙ্গলবার গণসমাবেশের অনুমতি না পাওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার বেইলী রোড বাসভবনে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
আগামীকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি না পাওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে, সোহরাওয়ার্দী উদ্যানের গণশোক সমাবেশ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সরকার সমাবেশের অনুমতি না দেয়ায় ঐক্যফ্রন্টের নেতারা মনে করেন ভোট ডাকাত গণবিচ্ছিন্ন সরকার খুবই লজ্জাস্কর কাজ করেছেন।তিনি বলেন, সরকার মত প্রকাশের অধিকার খর্ব করেছে। সরকার অনুমতি না দেয়ার কারণে আগামীকালের গণশোক সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীতে আমাদের আন্দোলন প্রতিবাদ অব্যাহত থাকবে। সব স্বৈরশাসকরা এমন অগণতান্ত্রিক আচরণ করে গণরোষানলে বিতাড়িত হয়েছে।মিন্টু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারার আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ প্রমুখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST