আতিকুল ইসলাম ,নীলফামারী ,
নীলফামারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ উদ্বোধনী ও আলোচনা সভা হয়েছে। আজ বুধবার সকালে কৃষি সম্পসারণ সম্মলেন কক্ষে কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি সম্পসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কাশেম আযাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান,জলঢাকা উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক,সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ হোমায়রা মন্ডল।আলোচনা শেষে ইঁদুর নিধনে অবদান রাখার জন্য কৃষক ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।