ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
সৈয়দপুরে শতবর্ষী গাছ কেটে লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন অধ্যক্ষ আ.ব.ম মনসুর আলী।

সৈয়দপুরে শতবর্ষী গাছ কেটে লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন অধ্যক্ষ আ.ব.ম মনসুর আলী।

নীলফামারী প্রতিনিধি ,
সৈয়দপুরের ঐতিহ্যবাহী সোনাখুলী মুন্সীপাড়া কামিল মাদ্রাসা ৩ একর একষট্টি শতক জমির উপর প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে অভিযোগকারী মাদ্রাসা কমিটির দাতা সদস্য লিখিতভাবে জানান গত মাদ্রাসাটি তার বাপ দাদার দানকৃত জমির উপর নির্মিত তাই আমি পারিবারিকভাবে মাদ্রাসার দাতা সদস্য এবং অভিযোগকারী।
অভিযোগকারী বলেন,ভূয়া অধ্যক্ষ আ.ব.ম মনসুর আলী চাকুরীর মেয়াদ বহু আগেও উর্ত্তীর্ণ হলেও চাকুরী করছেন নকল সনদ বানিয়ে জন্মতারিখ কম দেখিয়ে। ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের স্বারক নং-ডিআইএ/এ/নীলফামারী/৫৫৬-এম/রাজ তারিখ ২৮/০৪/২০১০ ইং তদন্তেও তিনি ভূয়া অধ্যক্ষ প্রমাণিত। উক্ত অধ্যক্ষ বেশ কিছুদিন যাবৎ মাদ্রাসার ভিতরে লাগানো শতবর্ষী নয়টি আম গাছ কাটার চেষ্টা করে ইতিপূর্বে ব্যর্থ হলেও গত ১৮/১০/২০১৯ তারিখে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নয়টি আম গাছ ও পাঁচটি বনজ গাছ কেটে লক্ষাধিক টাকায় বিক্রি করে মূল্যবান কিছু কাঠ তার নিজের বাড়িতে নিয়ে যান ও বাকী টাকা পকেটস্থ করেন যা সর্ম্পূন বেআইনী ও নিয়ম বহির্ভূতভাবে করেছেন।
যেখানে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বন বিভাগ কাহারো অনুমতি না নিয়ে তিনি নিজ ইচ্ছায় আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার অনুগত কিছু লোকজন নিয়ে বেআইনী কাজটি করেছেন। এ ব্যাপারে একাধিক স্থানীয় ব্যক্তির সাথে কথা বললে তারা জানান ভ‚য়া অধ্যক্ষ আ.ব.ম মনসুর আলী ব্যাপক দূর্নীতিবাজ তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় এইসকল অপকর্ম বহাল তবিয়তে করে টিকে আছেন। ইতিপূর্বেও তিনি মাদ্রাসার জমি পুকুর লীজ দিয়েছেন নিজ আত্মীয়কে কোন প্রকার নিয়ম না মেনে।
এই সংক্রান্ত অভিযোগ ২০১০ সালে তদন্ত প্রতিবেদনেও তা প্রমাণিত হয়েছে। পাবলিক পরীক্ষায় নকলের মহোৎসব, চুক্তি নিয়ে ছাত্রদের পরীক্ষায় পাশ করানোসহ বদলী পরীক্ষার ব্যবস্থা তিনি করে থাকেন টাকার বিনিময়ে যা গত কামিল পরীক্ষায় এসি ল্যান্ড সৈয়দপুর কর্তৃক ধরা পড়েছে। কুিষ্টয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে টীম আসলে তারাও নকলের দায়ে দুইজন ছাত্র ও তাদের সহযোগীতার দায়ে একজন শিক্ষকে হল থেকে বহিস্কার করেন।
যে কোন ব্যাপারে উচ্চতর আদালতের কোন আদেশ আসলেও সেটিও তিনি অগ্রাহ্য করেন, ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রয়েছে। যাহার মামলা নং- ২৭৩/২০১৯ সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ।
মাদ্রাসার গাছ কর্তনের ব্যাপারে গত ২৪/১০/২০১৯ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা এসি ল্যান্ড ০১৭৩৩৯০৬৭২ নাম্বারে জানালেও তিনিও কোন প্রকার দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেন নাই।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST