রংপুর প্রতিনিধি ,
রংপুরের নর্থবেংগল জুট মিলে আগুন। নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে উপজেলার জায়গিরহাটের এই জুট মিলে আগুনের সূত্রপাত হয়। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এ কে এম শামসুজ্জামান আগুন লাগার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর এবং মিঠাপুকুরে তাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। পাটের গুদামে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগছে বলে জানান তিনি।