সাতক্ষীরা প্রতিনিধি ,
“আমার গ্রাম, আমার শহর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ টেলিটকের সাতক্ষীরাস্থ গ্রাহক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় শহরের শহীদ কাজল স্মরণিতে কেক ও ফিতা কেটে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অশোক কুমার বিশ্বাস।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাবেক সাংসদ ডাঃ মোখলেসুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ। অনুষ্ঠানে এসময় স্থানীয় গ্রাহক ও টেলিটক বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এ সময় বলেন, গ্রামে গ্রামে টেলিটকের কানেক্টিভিটি পৌছে দিতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।