প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি ।
ঢাকা প্রতিবেদক,
১৮তম জোটনিরপেক্ষ সম্মেলন থেকে ফিরে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। ১৮তম জোটনিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) যোগ দিতে প্রধানমন্ত্রী আজারবাইজান গিয়েছিলেন।
সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।আজারবাইজানের বাকুতে ২৫ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে অংশ নিয়ে গত রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
ন্যাম সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মধ্যে আছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ।প্রধানমন্ত্রী আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তারা পারস্পরিক সুবিধার জন্য ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে কাজ করার সম্মতি দেন। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময়ে লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ও আজারবাইজানের দুই সংস্কৃতিমন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।