রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারী ডোমার উপজেলায় আদালত কতৃক মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শান্তকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে ডোমার থানা এসআই আব্দুল লতিফ,এএসআই মনজুরুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে শান্ত ইসলামকে(৩০) মিরজাগঞ্জ বাজার এলাকা হতে গ্রেফতার করেছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,মাদক নির্মূলে নিয়মিত মাদক বিরোধী অভিযানে ডোমার থানা পুলিশ মাদক মামলা নং ৩৭/১৫ স্পেশাল ট্রাইবুনাল কতৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী শান্তকে গ্রেফতার করে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।