গ্রামপোষ্ট ডেস্ক ,
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ৩০/১০/১৯খ্রিঃ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন সৈয়দপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড এর বাঁশবাড়ী আমিন মোড়স্থ জনৈক আব্দুস সালাম, পিতাঃ আব্দুস সোবাহান এর টিনসেট মুদি দোকানের দক্ষিণ পাশের্^ কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (ক) ৪০ (চল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং (খ) মাদক বিক্রিত নগদ ৯,৭০০.০০ ( নয় হাজার সাতশত) টাকা এবং (গ) মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল সেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। শেখ জাহিদ হোসেন রানা (৩০), পিতাঃ মোঃ জামিল হোসেন, সাং-বাঁশবাড়ী মসজিদ মোড় (পৌরসভার ১৪নং ওয়ার্ড), থানাঃ সৈয়দপুর জেলাঃ নীলফামারী ২। মোঃ আলম (৪০), পিতাঃ মোঃ ঈসরাইল, সাং-নতুন বাবুপাড়া কলিম হোটেল মোড় (পৌরসভার ১২নং ওয়ার্ড), থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারীদ্বয়কে আটক করে। উক্ত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধৃত ০১ নং আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০২ টি মাদক মামলা এবং ০২নং আসামীর বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি।