গ্রামপোষ্ট ডেস্ক,
আসন্নবর্তী নীলফামারী জেলা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাড,আনোয়ার হোসেনের পুত্রবধু,পৌর আওয়ামীলীগের সেক্রেটারি ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আরিফ হোসেন মুনের সুযোগ্য সহধর্মিণী এ্যাডঃআন্জুমান আরা ইতিকে দেখতে চাই।ফেসবুকে সুবাকাংখিদের প্রচারনা।