বিশেষ প্রতিবেদক,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মনজুকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলি এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে অভিযান চালিয়ে ময়নুলকে গ্রেপ্তার করে র্যাব।অভিযানে ময়নুলের কার্যালয় থেকে মদ, গাঁজা, ইয়াবা বড়ি, ফেনসিডিল, যৌন উত্তেজক সামগ্রী ও পিস্তল জব্দ করা হয়।গতকাল বুধবার রাতে ময়নুলের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। আজ দুপুরে তাঁর কার্যালয়ে অভিযান চালায় র্যাব-৩। কার্যালয়ে অভিযান শেষে ময়নুলের বাসায় অভিযান শুরু করেছে র্যাব।
কার্যালয়ে অভিযান শেষে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল শাফি বুলবুল সাংবাদিকদের বলেন, গতকাল রাতে করা মামলায় কাউন্সিলর ময়নুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর কার্যালয় থেকে মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা করা হবে।ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল ওয়ারী থানা আওয়ামী লীগের নেতা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটির সদস্য ছিলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করোপেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মনজুর কার্যালয়ে র্যাবের অভিযান। কে এম দাস লেন, টিকাটুলি, ঢাকা, ৩১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ময়নুলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।এত অভিযোগ থাকার পরও ময়নুলকে আগে কেনো গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল শাফি বুলবুল বলেন, ময়নুলের বিরুদ্ধে অভিযোগ থাকলে ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিতেন না। এখন মোক্ষম সময়। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।চলমান ক্যাসিনো-বিরোধী অভিযানের অংশ হিসেবে ময়নুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।