ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
নাট্যজন আসাদুজ্জামান নূর,নতুন নাটক নিয়ে আবারও মঞ্চে ফিরছেন ।

নাট্যজন আসাদুজ্জামান নূর,নতুন নাটক নিয়ে আবারও মঞ্চে ফিরছেন ।

বিনোদন ডেস্ক ,
নতুন নাটক নিয়ে আবারও মঞ্চে ফিরছেন নাট্যজন আসাদুজ্জামান নূর। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘কালো জলের কাব্য’ নাটকটি লেখা হয়েছে। পান্থ শাহরিয়ারের রচনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আনছে নাগরিক নাট্য সম্প্রদায়। সোমবার দুপুরে আসাদুজ্জামান নূরের সঙ্গে যোগাযোগ করা হলে জানা গেল, তিনি আছেন যুক্তরাজ্যে। সেখান থেকেই কথা বললেন তিনি।

মহড়ার ফাঁকে যুক্তরাজ্যে গেলেন?
আগে থেকেই বাঙালি কমিউনিটির একটি অনুষ্ঠানে অতিথি হওয়ার ব্যাপারে কথা দিয়েছিলাম। সাত দিনব্যাপী নাটকের উৎসব। আমার কথা বলারও একটা সেশন আছে। আগামী ৪ নভেম্বর সবকিছু শেষ করে ঢাকায় ফিরব।
অভিনন্দন, আবার নতুন নাটক নিয়ে মঞ্চে ফিরছেন।
ধন্যবাদ। সর্বশেষ অভিনয় করেছিলাম মুখোশ নাটকে, ২০০১ সালে। এরপর সেভাবে নতুন কোনো নাটকে অভিনয় করা হয়নি।
হুমায়ুন ফরীদি সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মঞ্চনাটকে অভিনয় করতে অনেক স্ট্যামিনা লাগে। যে কারণে শেষের দিকে তিনি আর মঞ্চনাটকে অভিনয় করতে রাজি হননি। আপনি তো তাঁর চেয়েও বয়সে বড়। কীভাবে এই বয়সেও মঞ্চনাটকে অভিনয় করতে রাজি হয়েছেন? বয়স বাড়ে, কিন্তু একরকম উদ্যম তো থাকেই। আমি একই রকম প্রশ্ন করেছিলাম, ভারতের বিখ্যাত পরিচালক ও অভিনেতার হাবিব তানভীরকে। তাঁর একটি নাটক কলকাতার মঞ্চে দেখেছিলাম, যেখানে একজন তরুণ অভিনয় করেন। সেই নাটকটি নিয়ে তিনি যখন ঢাকায় এলেন, দেখলাম, তিনি ওই নাটকের তরুণের চরিত্রে অভিনয় করছেন। আমি তখন তাঁকে বললাম, এই নাটকে আপনি অভিনয় করবেন কীভাবে? এই নাটকে তো একজন তরুণ অভিনয় করবেন, যিনি সারা মঞ্চে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন। তখন তিনি বলেছিলেন, আমি আমার মতো করেই এটা করব। তারপর দেখলাম যে আসলেই তাই। তিনি তাঁর মতো করে এত সুন্দরভাবে চরিত্রটি ফুটিয়ে তুললেন। আমি অবাক হয়ে দেখলাম মানুষ বড় পরিচালক কিংবা অভিনেতা হলে কীভাবে চরিত্রের সঙ্গে, বয়সের সঙ্গে মানিয়ে অভিনয় করতে পারে। আমাকে হয়তো এখন কেউ নূরলদীনের সারাজীবন-এর আব্বাস চরিত্রে অভিনয় করতে দিলে আগের মতো পারব না। কিন্তু অন্যভাবে নিশ্চয় ভেবে অন্য স্টাইলে করা সম্ভব।
এই নাটক নিয়ে আপনার প্রস্তুতির কথা শুনতে চাই।
কয়েক দিন মহড়া করেছি। এসেই টানা মহড়া করব। অনেক সময় দিতে হবে। মঞ্চে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
‘কালো জলের কাব্য’ নাটকে আপনার চরিত্রটা কী?
মার্চেন্ট অব ভেনিসের মূল চরিত্র শাইলক, সেই চরিত্রটিতে আমি অভিনয় করছি।
এই নাটকে অপি করিমও অভিনয় করছেন..
ও ভালো করছে। ভালো করবে। মঞ্চে সে যখনই সুযোগ পেয়েছে, যা-ই করেছে, খুব সিরিয়াসলি করেছে।
একটা নতুন নাটক মঞ্চে আনতে কত দিন সময় লাগে?
কমপক্ষে তিন মাস সময় লাগে। কারণ, আমরা সব অভিনয়শিল্পী তো একসঙ্গে মহড়া করতে পারি না। একটানা মহড়া করলে হয়তো ৬ থেকে ৮ সপ্তাহে নামানো যায়।প্রথম আলো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST