বগুড়া প্রতিনিধি ,
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে এসে করতোয়া নদীতে ডুবে আব্দুল্লাহ্ (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতির দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সোনাতলা উপজেলার কুসারঘোপ গ্রামের আবু তাহেরের পুত্র।
শিশুটির পরিবার ও স্থানীয়দের স‚ত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহর বাবা তাহের উদ্দিন ঢাকা নারায়ণগঞ্জে একটি কম্পানীতে চাকরি করে। শিশুটি বাবা মায়ের সাথে ঢাকা নারায়ণগঞ্জে থাকতেন এবং সেখানে একটি বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে লেখাপড়া করেন। গত সপ্তাহে শিশুটি তার মা রাজিয়ার সঙ্গে পার রায়নগর সুদামপুর গ্রামের তার নানা আমজাদ হোসেনের বাড়িতে বেড়াতে আসে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২টায় শিশুটি দলবদ্ধ হয়ে নানার বাড়ির পাশে করতোয়া নদীর ধারে খেলা করতে যায়। খেলাধুলার একপর্যায়ে করতোয়া নদীর কিনারা থেকে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হয়।এ সময় তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রæত ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহীনুর রহমান শাহীন শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। শিশু আব্দুল্লাহর আকষ্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে।