রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমারে বিকালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে র্যালী,কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১নভেম্বর)বিকেলে ডোমার রিপোর্টার্স ইউনিটি হলরুম হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিটি কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ সমাচার পত্রিকার ডোমার প্রতিনিধি রিমন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক রওশন আলম পাপ্পু। এসময় সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মশিয়ার রহমান,মটর শ্রমিক নেতা সেলিম রেজা,গ্রামপোস্ট স্টাফ রিপোর্টার রতন কুমার রায়, সাংবাদিক আলমগীর হোসেন,সত্যেন্দ্রনাথ রায় প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।