বগুড়া প্রতিনিধি ,
বগুড়ায় এডিশ মশার আতংক কেটে গেছে। এতে মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সচেতনতা বৃদ্ধির জন্য সারা বছরই প্রচারনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার বগুড়া জেলায় এডিশ মশা আক্রান্ত ডেংগু রোগী ছিল ৪ জন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন ও বেসরকারী টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিল। নতুন আক্রান্ত রোগী নেই বললেই চলে। গত তিন মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ডেংগু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০৯৪ জন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী কমে খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বগুড়া জেলা সিভিল সার্জন ডাক্তার গওসুল আজিম চৌধুরী বলেন, চলতি বছরের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে এডিশ মশার বংশবিস্তার ও আক্রমন থেকে রক্ষা পেতে প্রচারনা চালানো হবে। বর্তমানে মানুষের মাঝে আতংক কেটে গেছে। ডেংগু রোগে জেলায় কোন রোগী মারা যায়নি।