বগুড়া প্রতিনিধি ,
শনিবার বেলা ৩ টায় বগুড়া সদরের বাঘোপাড়ায় স্বনামধন্য প্রতিষ্ঠান সৃজন একাডেমিক কোচিং এ এসএসসি প্রস্তুতি প্রোগ্রাম’২০ এর উদ্বোধনী ও ফ্রি ক্লাস অনুষ্ঠিত হয়। সজন সহঃ নুর নবী বাপ্পী এর সঞ্চালনায় সভাপত্বি করেন পরিচালক রাহাতুল আলম রাহাত। সৃজন পরিবারের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহঃ পরিচালক মাসুমা আক্তার, সিনিয়র লেকচারার আবু সাঈদ, গোলাম রব্বানী, মাহিদুল ইসলাম পলাশ এবং শারমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তাগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীরাও তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উদ্বোধনী এবং ফ্রি ক্লাস পরিচালনা করেন সিনিয়র লেকচারার আবু সাঈদ স্যার।