দিনাজপুর প্রতিনিধি ,
দিনাজপুরে বর্ণাঢ্য সমবায় র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন সমবায়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদ্্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য সমবায় র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় অফিসার। জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল ্অলম বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমবায়ের দর্শন তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা সকলে যদি সমবায়ের পতাকাতলে এক সাথে কাজ করতে পারি তাহলে ২০২১ সালের যে বর্তমান সরকারের ভিশন তা বাস্তবায়ন হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব্) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, কালব্্ বাংলাদেশের (ক অঞ্চল) ডিরেক্টর মোঃ আকরাম হোসেন, জেলা সমবায় ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ আলতাফ হোসেন চৌধুরী। জেলা সমবায় অফিসার মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সেক্রেটারী মোঃ আহসান হাবীব, নর্দার্ন মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটির সভাপতি রাবেয়া খাতুন রানু, টেক্সটাইল বাজার কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ দবিরুল ইসলাম, ৯নং উপশহর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মোছাঃ আরজুনা বারী। স্বাগত বক্তব্য রাাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক বিউটি রানী সাহা ও প্রশিক্ষক বাসুদেব চন্দ্র দাস। উক্ত বর্ণাঢ্য সমবায় র্যালিতে সিদ্ধান্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, নুনাইচ মৎস্যজীবি সমবায় লিঃ, সমাজ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ, ক্ষুদ্র পান দোকানদার ব্যবসায়ী সমিতি লিঃ, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইট লিঃ, নর্দার্ন মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইট লিঃ, দিনাজপুর সমবায় ভ‚মি উন্নয়ন ব্যাংকসহ বিপুল সংখ্যক সমবায় সংগঠন র্যালিতে অংশ নেয়। উক্ত আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সমবায় ও সঞ্চয় ঋণদান সমিতির ১০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।