রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমারে পুলিশ অভিযান চালিয়ে ৫জুয়াড়ীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত ১২টায় ডোমার থানার উপ পরিদর্শক আব্দুল লতিফ ও সহ-উপ পরিদর্শক মঞ্জুরুল ইসলাম,গোলাম মোস্তফা,ফারুক হোসেন,মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধান পাড়ার মৃত অফির উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন(৪৫)ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার অনাথ দাসের ছেলে সুমন দাস(২১)মফিজার রহমানের ছেলে হামিদার রহমান(৪২)আব্দুর রহমানের ছেলে মোকছেদ আলী(৩৬) ও জামির বাড়ী এলাকার শরবত আলীর ছেলে হাসেম আলীকে(৫৫) আটক করে। পুলিশ রাতেই বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে ডোমার থানায় মামলা দায়ের করেন,মামলা নং ৩ ।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটককৃতদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।