নীলফামারী প্রতিনিধিঃ
১৫ ফিট গভীর মাটির নিচে পাম্পের বোডিং এর পানির পাইপের ফুটো বন্ধ করতে গিয়ে মাটি চাপায় মারা যায় এক বোডিং মিস্ত্রী । আড়াই ঘন্টায় মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট । ঘটনাটি ঘটেছে ২৯ মার্চ (শুক্রবার) নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড উত্তর ভেড়ভেড়ী পশ্চিমপাড়ার মুন্সিপাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, মুন্সিপাড়া গ্রামের মৌলভী মোজাম্মেল হক মোজাম মুন্সির ছেলে সাদিকুল ইসলাম মুন্সি ( ৪০) এর সেচ পাম্পের পাইপের ফুটো বন্ধের জন্য দুইদিন যাবত সুড়ং খনন করে। শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে সুড়ং এর ভিতরে ঢুকে বোডিং মিস্ত্রী সহিদুল ইসলাম ওরফে (কালা) মিস্ত্রি (৪০)। কালা মিস্ত্রী জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম খুটামারা হাজিপাড়া গ্রামের মৃত; বাচ্চা মামুদের তৃতীয় ছেলে।
খবর পেয়ে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে নীলফামারী ইউনিটে ফোন দিলে যৌথ ভাবে টানা আড়াই ঘন্টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় বলে জানায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ রেদওয়ান।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মৃতের কারণ সবাই জানে, দুই পরিবারের মধ্যে সমঝোতা হলে করার কিছুই নেই।