জলঢাকা ,নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী জলঢাকায় বিদ্যুৎতের সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠান পাড়া বাজারে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে প্রায় সোয়া দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী মোনায়েন হোসেন জানান, রাত দেড়টায় মশিউর রহমানের মুদি দোকানে বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যেই আগুন পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে মোস্তাকুর রহমান ( ৩২ ) মুরাদুল ইসলাম মুরাদ ( ৩৪ ) ও মোখলেছার রহমান ( ৩৮ ) এর দোকানে আগুন লেগে সব কিছুই পুড়ে গেছে। জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ মমতাজুল হক জানান, অগ্নিকান্ডের খবর পেয়েই দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ইউনিট। তা না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতেন ব্যবসায়ীরা।