জলঢাকা ,নীলফামারী প্রতিনিধি,
উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ নেয়া সকল নেতাকর্মীদের নিঃশর্ত ভাবে ক্ষমা প্রদান করেন আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে নীলফামারীর জলঢাকায় সোমবার সন্ধায়, শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে আনন্দ র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলীটি থানা মোড় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর পুরাতন গরুর হাটে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেশ চন্দ্র কাচুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উল্লেখ্য, যে বিগত উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামীলীগ থেকে সাধারণ ক্ষমা পেলেও এখন সদ্যকৃত ঘোষনায় নিঃশর্ত ভাবে ক্ষমা পেয়েছে দেশের সকল বিদ্রোহী প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে, যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুরের পক্ষে শ্রমিক ঐক্য পরিষদের আনন্দ মিছিল ও উন্নয়নমূলক আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, আমি ক্ষমতা চাইনা, আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, জলঢাকা উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করি।
এসময় শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব আলী, আওয়ামী মুক্তিযোদ্ধা উপজেলা সভাপতি মশিউর রহমান হিট্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী নলনী বিশ্বাস ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।