খুলনা প্রতিনিধি,
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।সবিতা রানী (৪০) নামের ডেঙ্গু রোগী যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের হারাধনের স্ত্রী।হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সবিতা রানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর হৃদ্রোগও শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।
খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১৪ জন নারী, ২টি শিশু, একজন স্কুলছাত্র এবং ৮ জন পুরুষ। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে ২ জন ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল।