রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম বুলু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ডোমার ডিগ্রী মহিলা কলেজ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। জানাজায় অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী। এছাড়াও জানাজায়, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডিমলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন। তহিদুল ইসলাম পূর্ব বোড়াগাড়ী নানাল খামার এলাকার মৃত হেমার উদ্দিন প্রামানিকের প্রথম পুত্র। জীবদ্দশায় তিনি জনতা ব্যাংকের ম্যানেজার ছিলেন এবং ডোমার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৩বছর। তিনি স্ত্রী, ২কন্যা , নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার ২য় জানাজা বাদ যোহর গ্রামের বাড়ী নানাল খামার কাজী নজরুল ইসলাম বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরে বাবার কবরের পার্শে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি সোমবার (৪নভেম্বর) সন্ধ্যা ৭টায় ডোমার পৌর এলাকার চিকনমাটি তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।