বগুড়া প্রতিনিধি ,
৬ অক্টোবর বুধবার সকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামলা টু মাঝিহট্টের রোডে একটি ইট বোঝায় ট্রাক যার নং(বগুড়া ড ১১-০২৮৩) দামগাড়া উচ্চ বিদ্যালয়ে যাবার পথে ছাতড়া গ্রামে জনৈক আব্দুর রহিম নাজেমের বাড়ীর সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি এনজিও’র প্রাচীর ভেঙ্গে নিচে জমিতে নেমে দূর্ঘটনা ঘটে এতে মহিলা সহ তিনজন আহত হয়। আহতরা হলেন ছাতড়া গ্রামের মৃত আফছার আলীর মেয়ে রুটি বিক্রেতা মোছাঃ সাজেদা বেগম(৫৫) মোঃ নাজেমের ছেলে মোঃ শাকিব(৭) মোঃ আতাউরের ছেলে মোঃ নাজমুল হোসেন (৬) আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।