ফাইল ছবি।
গাইবান্ধা সংবাদদাতা ,
গাইবান্ধার বালাসিঘাটে কাশিয়ার স্তুপে আগুন লেগে বিপুল ক্ষতিসাধিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বালাসিঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধার বিভিন্ন চরে উৎপন্ন কাশিয়া কেটে শুকানোর পর চর থেকে নিয়ে এসে বিক্রির জন্য বালাসিঘাটে স্তুপ করে রাখা হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে একটি কাশিয়ার স্তুপে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন আরও বেশকটি স্তুপে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার কাশিয়া পুড়ে যায়। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা কেউ বলতে পারেননি।