স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর জলঢাকায় ছিনতাইয়ের কবলে পড়ে ব্যবসায়ী জাহিনুর ইসলাম (৪৫) আহত হয়েছে। এ ঘটনায় শরিফুল ইসলাম ওরফে কোবরা নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জলঢাকা বাজারের গরুহাটি মোরে।
জানা যায়,পশ্চিম বালাগ্রাম ৫ নং ওয়ার্ডের মৃত নুরুদ্দিনের ছেলে গরু বিক্রয় ব্যবসায়ী জাহিনুর ইসলাম (৪৫) তেল পাম্প গরুহাটিতে গরু বিক্রিত ৯৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কিল ঘুষির মধ্য দিয়ে ছিনিয়ে নেয় কোবরাসহ অজ্ঞাত নামা আরও অনেকে। শরিফুল ইসলাম কোবরা জলঢাকা কদমতলী এলাকার রশিদুল ইসলামের ছেলে। পরে এস আই রফিকুল ইসলাম ছিনতাই সন্দেহে কোবরাকে থানায় নিয়ে আসে। জাহিনুর জলঢাকা হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত খোবরা থানা হাজতে আটকা আছে।