ডেস্ক রিপোর্ট: তিনদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের বিশেষ আমন্ত্রণে দুবাই যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দেশটির প্রযুক্তি যুগের স্মরণকালের সেরা আয়োজন ‘দুবাই এয়ার শো-২০১৯’-এ অংশ নিবেন তিনি। কূটনৈতিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী দুবাই’র উদ্দেশে রওনা হবেন। ফিরবেন ১৯ নভেম্বর। এরপর ২২ নভেম্বর একদিনের সফরে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ইডেন গার্ডেনে হতে যাওয়া ভারত-বাংলাদেশের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।